দৈনিক তালাশ.কমঃ কেন্দ্রীয় আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচি নামে বন্দরে কিশোর গ্যাং এর গডফাদার ও একাধিক মামলার আসামী সন্ত্রাসী স্ট্যান্ড রাজু ও তার সন্ত্রাসী বাহিনী শক্তি প্রদর্শনের জন্য বন্দরে বিভিন্ন সড়কে সন্ত্রাসী কায়দায় মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০ জুলাই) বিকেল ৪টায় বন্দর থানার ২১নং ওয়ার্ডস্থ বন্দর নূরবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দর শাহীমসজিদ, রাজবাড়ী ও আমিন আবাসিকসহ বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিন করে। গনমাধ্যমের কাছে এমন কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহল।
বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার ২২ নং ওয়ার্ডের নূরবাগ এলাকার নূর ইসলাম মিয়ার ছেলে স্ট্যান্ড রাজু অদৃশ্য শক্তির বলে রাতারাতি একটি শক্তিশালী কিশোর গ্যাং গঠন করে বন্দর থানার ২১ নং ওয়ার্ড ও ২২নং ওয়ার্ড ও বন্দর ইউনিয়নে র্দীঘ দিন ধরে আধিপত্য বিস্তার করে আসছে। এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজী, জমি দখল, ড্রেজার ব্যবসাসহ এমন কোন ব্যবসা নেই যা তার নিয়ন্ত্রনে নেই। আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার পর থেকে স্ট্যান্ড রাজু বিশাল কিশোর গ্যাং তৈরি করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানিয়েছে, সম্প্রতি সময়ে স্ট্যান্ড রাজু বেশ কয়েকটি মামলা খেয়ে আত্মগোপনে চলে গেলেও রোববার বিকেলে কেন্দ্রীয় আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচি পালন কালে স্ট্যান্ড রাজু ও তার সন্ত্রাসী বাহিনীকে বন্দরে দেখা গেছে। স্ট্যান্ড রাজু নূরবাগ তথা ২২ নং ওয়ার্ডের এক আতংকের নাম।
নাম প্রকাশ না করার শর্তে এক যুবলীগ নেতা জানান, স্ট্যান্ড রাজু যুবলীগের তকমা লাগিয়ে দলের বদনাম করছে। তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে বন্দরে ২২নং ওয়ার্ড ও ২১ নং ওয়ার্ডবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। স্ট্যান্ড রাজুকে থামানো জরুরি। সে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এলাকাবাসী দাবি স্ট্যান্ড রাজু ও তার সন্ত্রাসী বাহিনী অনৈতিক কর্মকান্ড সঠিক তদন্তসহ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিস্ট প্রশাসন ও মহানগর আওয়ামীলীগের র্শীষ নেতাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ।