সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর রহস্য জনক মৃত্যু 

দৈনিক তালাশ.কমঃশনিবার,২৯ জুলাই,২০২৩ সিদ্ধির গঞ্জ গলায় ফাঁস দিয়ে স্বর্ণা আক্তার (১৯) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। শনিবার (২৯ জুলাই) সকালে হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার সিদ্ধিরগঞ্জের পূর্ব কলাবাগ এলাকার খোকন মিয়ার মেয়ে। তার স্বামীর নাম লুৎফর রহমান (জনি)। তিনি চিটাগাং রোড রহমান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

বসত করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগাইয়া স্বর্ণা আক্তার (১৯) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।

আত্মহননকারীর বড় ভাই মো. জনি জানান, আমার বোন স্বর্ণা আক্তার (১৯) সাংসারিক বিভিন্ন বিষয়দী নিয়া হতাশাগ্রস্থ ছিল। সকাল নয়টার দিকে আমার বোনের শ্বশুরবাড়ি হইতে সংবাদ পাই আমার বোন স্বর্ণা আক্তার গলায় ফাঁস দিয়েছে।

দ্রুত আমার বোনের শ্বশুরবাড়িতে যেয়ে দেখতে পাই আমার বোন স্বর্ণা আক্তার (১৯)তার বসত ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে ঝুলে রয়েছে।

পরে আমি বাড়ির লোকজনের সহায়তায় দরজা ভেঙ্গে আমার বোন স্বর্ণা আক্তারকে ঝুলন্ত অবস্থা হইতে নামিয়ে দ্রুত চিকিৎসার জন্য ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল খানপুর, নারায়ণগঞ্জ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, দুপুরের দিকে নিহতের মরদেহ সিদ্ধিরগঞ্জে নিয়ে আনা হলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কি কারণে সে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায় নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *