দৈনিক তালাশ.কমঃ বন্দর থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার আব্দুল হাকিম দালালের ছেলে ২৪ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক হাজী জাবেদ হোসেন (৫০) একই থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ টিক্কারমোড় এলাকার আব্দুল ছালাম মিয়ার ছেলে বিএনপি কর্মী আমানউল্ল্যাহ (২৩) ও একই এলাকার আবু তালেব মিয়ার ছেলে তাফসির (২৫)। গ্রেপ্তারকৃতদের বন্দর থানার ২৬(৭)২৩ নং মামলায় শনিবার (২৯ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (২৮ জুলাই) রাতে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া ও ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ টিক্কারমোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এব ব্যাপারে বন্দর থানা ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার রাতে থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদেরকে বন্দর থানা ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যলয় ভাংচুর ও কেটেল বিস্ফোরন ২৬(১১)২২ নং মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।