বন্দরে কিশোর রাজা ৩ দিন ধরে নিখোঁজ

দৈনিক তালাশ.কমঃ বন্দর রাজা (১০) নামে এক কিশোর  গত ৩ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরের পিতা আবুল বাসার বাদী হয়ে শনিবার (২৯ জুলাই) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডি নং- ১৪৩৭ তাং- ২৯-৭-২৩ইং। নিখোঁজ কিশোর রাজা কিশোরগঞ্জ জেলার ইটনা থানার বিরকল এলাকার আবুল বাশার মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ ইসলামপুর এলাকায় র্দীঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এর আগে গত বুধবার (২৬ জুলাই) দুপুর ২টায় বন্দর থানার মদনগঞ্জ রেলাইন এলাকা থেকে ওই কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ জিডি সূত্রে জানাগেছে, বন্দর থানার মদনগঞ্জ ইসলামপুর এলাকার ভাড়াটিয়া আবুল বাসার মিয়ার ১০ বছরের কিশোর ছেলে রাজা গত বুধবার দুপুর ২টায় বাসা থেকে মদনগঞ্জ রেললাইন যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়েছে। নিখোঁজ জিডি পেয়ে বন্দর থানা পুলিশ কিশোর রাজাকে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান অব্যহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *