দৈনিক তালাশ.কমঃশনিবার,জুলাই ২৯,২০২৩বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশ ও নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।এ সময় নারায়াণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আহত হন।শনিবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে। পা এবং বুকে ব্যথা পেয়ে সিদ্ধিরগঞ্জের মা হাসপাতালে চিকিৎসাধীন ওসি।বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।এর আগে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ পাঁচজনকে আটক করে ডিবি পুলিশ।