বন্দর থেকে এসে ফেন্সির ডিলার ডিব্বা হালিমের দ্বিতীয় স্ত্রী মিনুর জমজমাট মাদক ব্যবসা:ধরা ছোঁয়ার বাইরে ডিব্বা হালিম ও স্ত্রী ফেনসি মিনু

দৈনিক তালাশ.কমঃনারায়নগঞ্জ বন্দর থেকে এসে ফেন্সির ডিলার ডিব্বা হালিমের ও তার স্ত্রী মিনুর শেল্টারে দেওভোগ মাদ্রাসা শেষ মাথা,বাশমুলি,মাসদাইর সহ বিভিন্ন এলাকায় চলছে জমজমাট মাদক ব্যবসা।

গত ২৫ই জুন বিকালে ডিব্বা হালিমার স্ত্রী মিনুর সহযোগী আখি ওরফে কুট্টিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

তথ্য অনুসন্ধানে জানা যায় বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসায়ী
ডিব্বা হালিমের স্ত্রী মিনু ও তার ছোটো বোন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার প্রভাবশালীদের সাথে নিয়ে চালিয়ে যাচ্ছি ফেনসিডিল বানিজ্য।

ফতুল্লার মাসদাইর থেকে ৮৫ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাজ্ঞী আখি ওরফে কুট্টি গ্রেফতার (৩৫) কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃত আখি ওরফে কুট্টি ফতুল্লা মডেল থানার দেওভোগ বাশমুলির সিরাজ মিয়ার ভাড়াটিয়া মো.বাপ্পির স্ত্রী।রোবাবার রাতে তাকে ফতুল্লা থানার দেওভোগ বাশমূলীস্থ সিরাজের বাড়াটিয়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আটটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক সহকারী উপ পরিদর্শক মো.রোকনুজ্জামন সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার দেওভোগ বাশমূলীস্থ সিরাজের বাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাজ্ঞী আখি ওরফে কুট্রিকে গ্রেপ্তার করে।

এলাকাবাসীর দাবি,এইসকল মাদক ব্যবসায়ীদের জন্য এলাকার শিক্ষিত ছেলেমেয়ে মাদক সেবনে জড়িয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। পুলিশ প্রশাসন যাতে অতিশীঘ্রই এইসকল মাদক ব্যবসায়ীদের উপর নজর রেখে আইনের আওতায় নিয়ে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *