দৈনিক তালাশ.কমঃবন্দরে বৈদুতিক র্শট সার্কিট থেকে একটি চায়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও চায়ের দোকানের আংশিক কিছু মালামাল পুড়ে গিয়ে কমপক্ষে ১০ হাজার টাকা ক্ষতি সাধন হয়। শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় বন্দর উপজেলার ঘারমোড়া বাজার এলাকায় বাদল মিয়ার টি স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সহযোগিতায় প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যেক্ষদৃশি ঘারমোড়া ক্লাব মার্কেটের ব্যবসায়ী আফজাল হোসেন গনমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার দুপুরে জুম্মা নামাজ আদায় করে ঘারমোড়া সড়কে আসার সময় হঠাৎ বাদল মিয়ার চায়ের দোকান থেকে ধূয়া দেখতে পেয়ে দোকান মালিককে খবর দেয়। পরে দোকান মালিকসহ স্থানীয় এলাকাবাসী প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে চা দোকানী বাদল মিয়া গনমাধ্যমকে জানায়, প্রতিদিনের মত শুক্রবার সকালে দোকান খুলি। পরে দুপুরে দোকান বন্ধ করে বাসা চলে যাই। পরে লোক মারফতে আগুন লাগার কথা জানতে পেরে দ্রত ঘটনাস্থলে এসে এলাকাবাসীকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।