দৈনিক তালাশ.কমঃ বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১১১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকার মৃত গোলাম সাঈদ মিয়ার ছেলে চিহিৃত মাদক সম্রাট অপু ওরফে চিকা অপু (৪২) বন্দর ২২ নং ওয়ার্ডের ১নং ইটালী গল্লী গোলবক্সের বাড়ী ভাড়াটিয়া মৃত আবুল কাশেম মিয়ার ছেলে শরিফুল ইসলাম (২৫) বন্দর তিনগাঁও দক্ষিনপাড়া এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে শুভ (২৬) ও বন্দর র্যালী স্টাফ কোয়াটার এলাকার মৃত বাছেদ মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী ইমন (৩৪)। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে পৃথক মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (২৬ জুলাই) রাত ৯টায় বন্দর র্যালী বাগানস্থ তালতলামোড় পাঁকা রাস্তার উপরে ও বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল পৌনে ১০টায় বন্দর থানার চুনাভূরাস্থ তিন রাস্তার মোড়স্থ জনৈক মান্নান মিয়ার টং দোকানের সামনে পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানা ও বন্দর ফাঁড়ী পুলিশের পৃথক উপ-পরিদর্শক বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং-২৯(৭)২৩ ও ৩০(৭)২৩।
থানা সূত্রে জানাগেছে, বন্দর ফাঁড়ী উপ- পরিদর্শক নূর ই আলম সিদ্দিকীসহ সঙ্গীয় র্ফোস গত বুধবার রাতে বন্দর র্যালী বাগানস্থ তালতলামোড়ে পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম, শুভ ও ইমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ছাড়াও বন্দর থানার উপ- পরিদর্শক ফয়েজ হোসেনসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় বন্দর থানার চুনাভূরাস্থ তিন রাস্তার মোড়স্থ জনৈক মান্নান মিয়ার টং দোকানের সামনে অভিযান চালিয়ে ৫১ পিছ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী অপু ওরফে চিকা অপুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ৪ মাদক ব্যবসায়ী র্দীঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে ইয়াবা বিক্রি করে আসছে।