দৈনিক তালাশ.কমঃ বন্দরে ১২ বোতল ফেন্সিডিলসহ হাবিবুর রহমান সোহেল (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিট।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোহেল বন্দর থানার নূরবাগ এলাকার হাজী গিয়াস উদ্দিন কমান্ডারের ছেলে। গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৮ জুলাই) দুপুরে মাদক মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।এর আগে গত বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল সোয়া ৫টায় বন্দর থানার বাগবাড়ীস্থ জনৈক সেলিম মিয়ার খাবারের হোটেলের সামনে পাকা রাস্তার উপরে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক হাফিজুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে যার মামলা নং- ৩১(৭)২৩।জেলা কাউন্টার টেরোরিজমের এসআই হাফিজুর রহমান জানান গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাবিবুরর্ হমান সোহেল র্দীঘ দিন ধরে বন্দর বাগবাড়ী,নূরবাগসহ বিভিন্ন পাড়া মহল্লায় অবাধে ফেন্সিডিল ব্যবসা চালিয়ে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।