দৈনিক তালাশ.কমঃ বন্দর মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসা ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ করার জের ধরে বখাটে ইভটিচারদের সন্ত্রাসী হামলায় উল্লেখিত প্রতিষ্ঠানের ২ ছাত্র আহত হয়েছে।আহত ছাত্ররা হলো সোনারগাঁ থানার কাশিপুর এলাকার মোস্তফা কামাল মিয়ার ছেলে তালহা জোবায়ের মুন্না (১৮) ও একই থানার চেঙ্গাইল এলাকার বাবুল মোল্লা মিয়ার ছেলে আতিকুর রহমান জনি (১৮)। আহতদের রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সংশ্লিস্ট চিকিৎসা কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায়
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শাহাদাৎ হোসাইন বাদী হয়ে বখাটে যুবক জীবন, নয়ন ও হৃদয়সহ অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত বুধবার দুপুর ১টায় মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসার মেইন গেইটের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, মদনপুর চাঁনপুর এলাকার কানা মতিন মিয়ার বখাটে ছেলে জীবন একই এলাকার নয়ন ও হৃদয়সহ ৫/৬ জনের একটি বখাটে দল র্দীঘ দিন ধরে মাদ্রাসা চলাকালিন সময়ে মাদ্রাসা ছাত্রীদের উত্যক্ত করে আসছে। এর ধারাবাহিকতায় গত বুধবার দুপুরে উল্লেখিত বখাটে দল মাদ্রসার ভিতরে অনাধিকার ভাবে প্রবেশ করে মাদ্রাসা ছাত্রীদের বিভিন্ন ভাবে উত্যক্ত করে। এ ঘটনায় উক্ত মাদ্র্সাার উল্লেখিত দুই ছাত্র উত্যক্ত প্রতিবাদ করলে ওই সময় বখাটেরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দুই মাদ্রাসা ছাত্রের উপর অর্তকিত হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।