দৈনিক তালাশ.কমঃ বন্দরে এতিম ভাতিজীদের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে আপন চাচাদের বিরুদ্ধে। পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে বৃহস্পতিবার ( ২৭ জুলাই) বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী সেলিনা আক্তার।
নিজের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সামাজিক ভাবে একাধিক বার এবং বন্দর থানা ও এই বিষয়ে শালিস বসলে প্রতিবারই আব্দুল আজিজ এতিম ভাতিজীদের সম্পত্তি বুঝিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীকালে আবার তাল বাহানা শুরু করে। বন্দর বারৈখালি এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার দুই মেয়ে সেলিনা ও রোকেয়া আক্তার। সরেজমিনে গিয়ে জানা যায় মৃত আব্দুল লতিফ তার তিন মেয়েকে ছোট এবং ছেলে মাতৃগর্ভে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন। আব্দুল লতিফের সম্পত্তি তার ভাইয়েরা আব্দুল আজিজ ,আব্দুল মজিদ ও আব্দুল আউয়াল দেখা শুনা করতো। কিন্তু বেশ কয়েক বছর যাবত ভুক্তভোগী আব্দুল লতিফের মেয়েরা চাচাদের কাছ থেকে পৈত্রিক সম্পত্তি বুঝে নিতে চাইলে চাচাদের প্রকৃত রুপ প্রকাশ পায়। এতিম ভাতিজিদের সম্পত্তি গ্রাস করার জন্য চাচারা হিংস্র হয়ে উঠে। যে সম্পত্তি নিয়ে স্থানীয় চেয়ারম্যান,বন্দর থানায় একাধিকবার বসেও কোন সুফল পাননি।সুষ্ঠ বিচারের জন্য বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান,সহকারী কমিশনার ভূমি (বন্দর),বন্দর প্রেসক্লাব,বন্দর থানায় অভিযোগ দায়ের করেন।