কর্মসূচি পালন করার জন্য পুলিশ সুপারের সহযোগিতা চাইলেন জামায়াত

দৈনিক তালাশ.কমঃ২২:১৪, ২৬ জুলাই ২০২৩শান্তিপূর্ণ ভাবে মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা বাস্তবায়নের জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর সহযোগীতা চেয়ে আবেদন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কমিটি।

বুধবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ আবেদন পত্র জমা দেয়া হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা লয়ার্স কাউন্সিল সভাপতি এড. মাঈনউদ্দিন, সহ-সভাপতি এড.আইবুর রোহান, সাংগঠনিক সম্পাদক এড. আল-আমীন সবুজ প্রমুখ।
এ সময়ে উপস্থিতিরা লিখিত আবেদন পত্রে জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ জেলা এর উদ্যোগে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানসহ নেতা কর্মী ও ওলামায়ে কেরাম এর মুক্তি এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবিতে আগামী ৩০ জুলাই দুপুর ২ টায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। যা নারায়ণগঞ্জের ফতুল্লা শিবু মার্কেট পর্যন্ত মিছিল করা হবে।

উক্ত কর্মসূচী সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে জেলা পুলিশের সহযোগীতা কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *