দৈনিক তালাশ.কমঃবন্দরে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী চিহিৃত মাদক ব্যবসায়ী ওসমানসহ ৩ ওয়ারেন্ট ভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বুধবার (২৬ জুলাই) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।এর আগে গত মঙ্গলবার (২৫ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দা তেঁতুলতলাস্থ আল ইসলাম মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ওসমান (২২) কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকার মারফত ওরফে মাহফুজ মিয়ার ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী সানি (৩৫) ও কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মৃত আব্দুল হক সরদারের ছেলে সেলিম (৪৮)।