দৈনিক তালাশ.কমঃগত ২৩/০৭/২০২৩খ্রিঃ অতিঃ পুলিশ সুপার(ডিবি), সহকারী পুলিশ সুপার ‘গ’ সার্কেল ও অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা ও ডিবির অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি অভিযানে অফিসার ফোর্সদের সহায়তায় আসামী ১)মোঃজয়নাল আবেদীন(৪২), পিতা- মৃত আঃ মান্নান, সাং- ছনপাড়া (২)মোঃ কাউছার (২৬), পিতাঃ হোসেন আলী, সাং-ছনপাড়া, (৩)মোঃ আলম (২৫), পিতাঃ চান মিয়া, উভয় সাং- ছনপাড়া, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ০২ (দুই)টি বিদেশী পিস্তল, ০২ (দুই)টি ম্যাগজিন, ০৬(ছয়) রাউন্ড গুলি ও ১৭০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।