দৈনিক তালাশ.কমঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে সন্ত্রাসী হামলায় হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম হওয়া মৃত আতর মালিথার ছেলে আবুল হোসেন (৭৫) দীর্ঘ ৫০ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ইং ১৭/০৭/২০২৩ তারিখ, রোজ সোমবার সকাল ৯.০০ ঘটিকার সময় মৃত্যু বরন করেছেন। মৃত আবুল হোসেন কুষ্টিয়া দৌলতপুর উপাজেলাধীন পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামের বাসিন্দা। অসহায়
এই জৈষ্ঠ নাগরিকের প্রতি নূন্যমত মমত্ববোধ জাগ্রত হয়নি সন্ত্রাসীদের হৃদয়ে। মৃত্যু আবুর হোসেনের ছেলেদের সাথে জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে লোহার রড দিয়ে পিটিয়ে বাম হাতের হাড় (হিউমেবার্স) চুরমাড় করে দিয়েছে পাষন্ডের দল। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এরপর আর সুস্থ্য হতে পারেননি তিনি। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে গত ২৮/০৫/২০২৩ ইং তারিখে সকাল অনুমান ৮.০০ ঘটিকার সময় জমি সংক্রান্ত দ্বন্দ্ব মিমাংসার প্রস্তাব দিয়ে স্থানীয় ইউপি সদস্য লালু সহ ১০/১২ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লাঠি, লোহার রড, হাসুয়া ও রামদা সহ দেশী অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনীভাবে ভুক্তভোগীর বসতবাড়ীর বাহির আঙ্গিনায় অনাধিকার প্রবেশ করে।
ইউপি সদস্য লালুর হুকুমে এনামুল লোহার বড় দিয়া মৃত আবুল হোসেনের ছেলে বাদশার ডান পায়ের নলার উপর আঘাত করিয়া হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম করে। একই সময় শিয়াবুল লোহার রড দিয়া বাদশার
ডান হাতের পাইখির উপর আঘাত করে রক্তাক্ত জখম করে। তখন বাদশা ডাক চিৎকারে ছোট ভাই ইয়ারুল (৩০), জিয়ারুল (৪০), ছোট ভায়ের বৌ বুলবুলি (৩৫) মৃত আবুল হোসেন ও বাদশাকে উদ্ধার করিতে আসিলে ফারুক লোহার রড় দিয়া ইয়ারুলের ডান হাতের কুনুই নিচে আঘাত করে নীলাফোলা জখম করে। মবিদুল লোহার রড দিয়া খুন করার উদ্দেশ্যে আবুল হোসেনের মাথায় আঘাত করিতে উদ্যত হলে ব্যমহাত দিয়া ঠেকাতে গেলে মৃত আবুল হোসেনের বাম হাতের পাইখির উপর গুরুতর হাড় ভাঙ্গা রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। হাবুল ধারালো হাসুয়া দিয়া খুন করার উদ্দেশ্যে বুলবুলি খাতুনের মাথার ডান পাশে কোপ মেরে রক্তাক্ত জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ১। মোঃ ওসমান গনি,
পিতা- মৃত আরজেদ মালিথা, ২। মোঃ ছাবদেল, পিতা- মৃত রব্বেল মালিথা, ৩। মোছাঃ রিনা খতুন,
স্বামী-মোঃ হারুন-অর-রশিদ বাদশা, সর্ব সাং- নতুন আমদহ, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াগন ছুটিয়া আসলে সন্ত্রাসীগন খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়। এঘটনায় মৃত আবুল হোসেনের ছেলে মোঃ হারুন-অর-রশিদ বাদশা বাদী হইয়া দৌলতপুর থানায় হত্যার চেষ্টা উল্লেখ করে মামলা দায়ের করেন। যার থানা- মামলা নং-৫৮/২০২৩, তাং- ২৯/০৫/২০২৩ ইং মোতাবেক দৌলতপুর জি, আর-২৯৬/২০২৩, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড। এই মামলার আসামীগন জামিনে মুক্তি পেয়ে মৃত আবুল হোসেনের ছেলে অভিযোগকারী মোঃ হারুন-অর-রশিদ বাদশা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের খুন করে লাশ গুম করে ফেলিবার হুমকি দিচ্ছে। বর্তমানে অভিযোগকারীর পরিবার নিরাপত্তাহীনতায় বসবাস করিতেছে। বর্তমানে বাদীর পরিবার ও এলাকাবাসীর
দাবী মৃত আবুল হোসেনের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।