দৈনিক তালাশ.কমঃ চাষাঢ়ায় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ফায়ার সার্ভিসের এক কর্মী ও একজন রিক্সাওয়ালা সহ নিহত ২ আহত ৭এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
সোমবার (২৪ জুলাই) শহরের চাষাঢ়াস্থ রাইফেল ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের রিকশাচালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নিহত ফায়ার সার্ভিসের কর্মীর নাম জাহাঙ্গীর। তিনি ফায়ার সার্ভিসের গাড়িচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের গাড়িটি সকালে ব্রেক ফেল করে পাশের লেনে চলে যায়। এসময় একটি বাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এছাড়াও আশপাশের বেশ কয়েকটি রিকশা ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-*সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, আমাদের ফায়ার ফাইটার জাহাঙ্গীর নিহত হয়েছেন দুর্ঘটনায়। আমরা একটি আগুনের খবরে যাচ্ছিলাম সেখানে। হঠাৎ একটি দুর্ঘটনায় আমাদের এক কর্মী ও একজন সিভিলয়ান মারা গেছেন।