দৈনিক তালাশ.কমঃ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা আনসার আলীর ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন জেলা আওযমীলীগ এর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা আওয়কমীলীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা আব্দুল হাই।
সভাপতির বক্তব্যে এ সময় তিনি বলেন, প্রয়াত আনসার আলী ভাই ছিলেন আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা। দলীয় সকল কর্মকান্ডে তিনি সব সময় সবার আগে যোগ দিতেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের একজন প্রান পুরুষ ছিণেন তিনি। অত্যান্ত সাদামাটা ছিলো তার জীবন।নারায়ণগঞ্জ জেলা আওযামীলীগ এর এই নেতার স্থান কখনোই পূরন হবার নয়। কর্মীবান্ধব এই নেতাকে আমরা সর্বদা স্বরণ করে হৃদয়ে মনিকোঠায় রাখবো।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সবেক নারী সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাষ্টার, এবিএম আজাহারুর ইমলাম, মিজানুর রহমান বাচ্চু, আনসার আলীর সন্তান মো: আকতার হোসেন, নাতি শাহ আবুল, আওয়ামীলীগ নেতা এরফান হোসেন দ্বীপ, সদর থানা আওয়ামীলীগের বীর মুত্তিযোদ্ধা নাজির আহাম্মেদ সহ প্রমূখ।