যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছেন এখন আপনারা বুঝতে পেরেছেন জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে:গিয়াস উদ্দিন

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন,যেভাবে মানুষের অর্থ সম্পদ লুন্ঠন করছেন ও যেভাবে আইনের শাসন ও গণতন্ত্রকে হত্যা করেছেন এখন আপনারা বুঝতে পেরেছেন জনগণ আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ আজকে আপনাদের পচ্ছন্দ করে না। জনগণ চাচ্ছে আপনারা কখন দ্রুত ক্ষমতা ছাঁড়বেন ও তাদেরকে স্বস্তির নিশ্বাস ফেলতে দিবেন। আপনারা এতো অপরাধ করেছেন এখন আপনাদের দুশ্চিন্তা। ক্ষমতা যদি হারান কিভাবে আপনারা জনগণকে মুখ দেখাবেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পার্সপোট অফিসের সামনে বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি চলাকালে লক্ষীপুরে কৃষকদল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোক র‌্যালিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রশাসন আজকে তাদের অধিকার নিয়ে কাজ করতে পারছে না। আপনাদের হুমকিতে ধামকিতে ভয়ভীতির কারণে আজকে তারা অন্যায় কাজ করতে কুন্ঠাবোধ করছে না। তারা মিথ্যা মামলা দিচ্ছে হামলাকারীদের সাহায্য করছে। আজকে সজীবকে হত্যা করা হয়েছে সেখানে পুলিশ ও সরকারি দলে পান্ডারা তাকে নির্মমভাবে হত্যা করেছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় শোক মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক কায়সার রিফাত, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *