বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার-৫

দৈনিক তালাশ.কমঃ বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার দুই ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও চোর সন্দেহে ৩ যুবকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে মোয়াজ্জেম ও নাহিদকে পৃথক ওয়ারেন্ট ও অপর ধৃত ৩ যুবককে পুলিশ আইনের ১৫১ ধারায় শুক্রবার (২১ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকার সাদেক মিয়ার ছেলে নারায়ণগঞ্জ  সদর থানার ১৩(২)১৫ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোয়াজ্জেম (৩৮) বন্দর বাড়ীখালি এলাকার সিরাজ মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাহিদ (২৮)। চোর সন্দেহে অপরধৃতরা হলো বন্দর থানার রামনগর এলাকার নুরুল ইসলাম সুমনের ছেলে মাহমুদুল হাসান (২১) ঘারমোড়া এলাকার শাজাহান মিয়ার ছেলে সাজ্জাদ (২৫) ও সোনাকান্দা এলাকার মৃত আজিজুর রহমান বাবু মিয়ার ছেলে সোহেব (২২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *