দৈনিক তালাশ.কমঃ বন্দরে দূধর্ষ সন্ত্রাসী কাটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী আধিপত্য বিস্তারের জন্য দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, ডাকাতি, ছিনতাই, চাদাবাজি ও মাদক ব্যবসার কাছে জিম্মি হয়ে পরেছে বন্দরে ২১ নং ও ২২নং ওয়ার্ডের স্ব স্ব এলাকার লোকজন। এমন অভিযোগের কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
স্ব স্ব এলাকার এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদস্থ রিং শাহিন মিয়া ও ছেলে বন্দর থানার তালিকাভূক্ত আলোচিত সন্ত্রাসী কাটা সিফাত ও তার সন্ত্রাসী বাহিনী অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে বন্দরে ২১ নং ওয়ার্ডের বন্দর রুপালী, আমিন, র্যালী, ছালেনগর, বাড়িপাড়া, শাহীমসজিদ, হাফেজি বাগ কলোনী, নূরবাগ, বন্দর রেললাইন এলাকাবাসী।সহ এর আশে পাশে এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে। চিহিৃত সন্ত্রাসী কাটা সিফাত বাহিনীর বিভিন্ন অপকর্মের জন্য উল্লেখিত এলাকায় আইন শৃঙ্খলা মারাত্মক ভাবে অবনতি হচ্ছে।
এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী ।