দৈনিক তালাশ.কমঃ বন্দর থানা পুলিশ পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৯ এলাকার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৯ জুলাই) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৮ জুলাই) ও বুধবার (১৯ জুলাই) দুপুরে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্ত আসামীরা হলো বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেহনগর এলাকার মৃত মজিদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাদল (৫৫) সোনাচরা এলাকার শামছুল হক মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জাভেদ (২১) সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আলিম মৃধা ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাসেল (৩২) দিঘলদী এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাঈদ (৩০) মদনগঞ্জ ইসলামপুর এলাকার সিরাজুল হকের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বাবু (২২) লাঙ্গলবন্ধ নগর এলাকার দুলাল মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সিফাত (২৩) বন্দর বেঁজেরগাও এলাকার মন্তাজউদ্দিন মিয়ার ছেলে সাজু (২৮) ও চৌরাপাড়া এলাকার সফিউদ্দিন মিয়ার ছেলে আনু (২২)। থানা তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই বারেক হাওলাদার ও এএসআই লাভলু ও বন্দর থানার অন্যান্য অফিসারসহ সঙ্গীয় র্ফোস বন্দরে বিভিন্ন এলাকায় পৃথক ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।