নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃ গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে ৭ দিনব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০জুলাই) শহরের প্রান কেন্দ্র চাষাড়া টাউন হলের সামনের খালি অংশে জেলা প্রশাসন ও বন বিভাগ নারায়ণগঞ্জের আয়োজনে এই বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ পরিচালক স্হানীয় সরকার নারায়ণগঞ্জ আনোয়ার হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসাইন বলেন, আমাদের দেশে বনের সংখ্যা বৃদ্ধি করতে হবে। বর্তমানে আমাদের দেশে বনের সংখ্যা প্রায় ১৫ শতাংশ। বিশেষ করে রাজশাহী ও চট্রগ্রাম বিভাগে বন বেশী থাকায় আমাদের প্রাকৃিত ভারসম্যকে রক্ষা করে। বন প্রাকৃতিক সম্পদ হওয়ার কারনে আমরা নানা ধরনেন ফল, ঔষধী, গাছ সহ নানা ধরনের গাছ পরিবেশের জন্য অপরিহার্য। তাই আসুন আমরা বেশী করে বনের সংখ্যা বাড়াই।

নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম জহিরুল ইসলাম।

বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ ঢাকার মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে এ-সময় আরও উপস্থিত ছিলেন, বন বিভাগের সহকারী পরিচালক ব্রজ গোপাল রাজ বংশি, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, উপ-পরিচালক (কৃষি) তাইজুল ইসলাম, নারায়ণগঞ্জ নার্সারী মালিক সমিতির সভাপতি খাজা হেসাম উদ্দিন চিশতি, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সহ আরও অনেক নেতৃবৃন্দ রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *