দৈনিক তালাশ.কমঃ ফতুল্লার দেওভোগ থেকে ফেন্সিডিল সহ তোফাজ্জল হোসেন খান টুটুল (৫১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১৯ জুলাই) বিকেল ৫টায় দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেন খান টুটুল ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদ্রাসা রোডের শেষ মাথার শাহিন মিয়ার ভাড়াটিয়া মৃত আফতাব উদ্দিন খানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পাঁচটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফজলুল হক খান, উপ-পরিদর্শক রোকেয়া আক্তার, সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান, মোহাম্মদ মামুনুল ইসলাম শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা মডেল থানার দেওভোগ মাদ্রাসার শেষ মাথার শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. তোফাজ্জল হোসেন খান টুটুলের ঘরে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় তোফাজ্জল হোসেন খান টুটুলকে।এ বিষয়ে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।