আড়াইহাজার থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার ০২ জন আসামী গ্রেফতারসহ

দৈনিক তালাশ.কমঃভিকটিমের মোবাইল ফোন উদ্ধার।গত ১২ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আড়াইহাজার থানায় উক্ত হত্যাকাণ্ডে সংক্রান্তে আড়াইহাজার থানার মামলা নং-১৫, তারিখ-১৬/০৭/২০১৩ খ্রিঃ, ধারা-৩৯৪/৩০২/২০১ দঃবিঃ রুজু হয়। গত ১৬ জুলাই ২০২৩ খ্রিঃ রূপগঞ্জ থানাধীন বলাইয়া টেকপাড়া এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম ১। মোঃ কাউসার (২৮), পিতা: ছলিম উদ্দিন, সাং ইছাখালি, মানা- পলাশ, জেলা-নরসিংদী, এপি সাং ভূলতাদিঘীর পাড় (আক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। নাঈম (৩০), পিতা- ফারুক মিয়া, সাং- বলাইয়া টেকপাড়া, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

গত ১২/০৭/২০১৩খ্রিঃ সন্ধ্যা ১৮.০০ ঘটিকার সময় জনৈকা শিরিনা বেগম এর স্বামী রুবেল মিয়া জীবিকা নির্বাহ করার জন্য তার ইজি বাইক নিয়ে বাহির হয়ে গিয়ে যথা সময়ে বাসায় না ফিরে আসলে তাহার ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ পায়। গত ১৩/০৭/২০২৩ খ্রিঃ দুপুর ১৩.৩০ ঘটিকায় লোক মুখে জানিতে পারে আড়াইহাজার থানাধীন চারিগাও শিমুলতলা খালপাড় নামক হাত পা বাধা অবস্থায় তাহার স্বামীর লাশ পরিয়া আছে। পরবর্তীতে আড়াইহাজার থানায় উক্ত ঘটনা সংক্রান্তে মামলায় রুজু হলে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (রূপগঞ্জ জোন) ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত ১। নাইম (৩০) কে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা। তার তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত অপর আসামী মোঃ কাউসার(২৮) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্ব পরিকল্পিত ভাবে গ্রেফতারকৃত আসামীরা চারজন নিয়ে মাধবদি থেকে পুরিন্দা যাওয়ার উদ্দ্যেশে ইজি বাইকটি ভাড়া করে। পুরিন্দা যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছা মাত্র রাত ও নির্জন হওয়ায় তারা চারজন মিলে জোর পূর্বক ইজি বাইকের চালককে নামিয়ে ফেলে। গামছা দিয়ে হাত পা বেধে এলোপাথারি ভাবে মারধর ও মাথার পিছনে ছুরিকাঘাত করে হত্যা পূর্বক ইজি বাইক নিয়ে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *