ফতুল্লার মৌসুমী হত্যা মামলার পলাতক তিন আসামী আশুলিয়া থেকে গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর পরকীয়ার বলি মৌসুমী হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার (১৫ জুলাই) ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ জানায়, গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর গুদারাঘাট বর্তমানে ঢাকার আশুলিয়া থানার নয়াপাড়া কাঠগড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে জজ মিয়া (৪৭), একই এলাকার জজ মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৪৫) ও মানিক মিয়ার স্ত্রী সোনালী আক্তার (২৫)।
গত ২৩/১২/২০২০ খ্রিঃ তারিখ নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার চানমারী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর পরকীয়ার বলি গৃহবধু মৌসুমীকে গায়ে তারপিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। যার মামলা নং- ৫২/৪৬১, তারিখ- ১৭/০৬/২০২৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।

গ্রেফতারকৃতরা এই মামলার এজাহারভুক্ত পলাতক আসামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *