নিজস্ব প্রতিনিধি : রাজধানীর কুতুবখালীতে পল্লীবন্ধু এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দো’আ মাহফিল ও মাদ্রসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েল এর উদ্যোগে ও সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দো’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির ভাইস- চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ জনাব আহসান আদেলুর রহমান এমপি।
এ সময় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় রাজধানী ঢাকার কুতুবখালী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে নিয়ে দো’আ মাহফিল শেষে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব নোমান মিয়া, যুগ্ম-মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, জাতীয় ছাত্র সমাজের সাবেক সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ্ ইমরান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সরকার, খন্দকার জুবায়ের, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ ইউসুফ, সাবেক সহ-সভাপতি শাহরিয়ার রাসেল, জাতীয় ছাত্র সমাজের সাবেক সাহিত্য সম্পাদক মাহমুদ হাসান অয়ন, ছাত্র সমাজের সহ-সভাপতি লক্ষ্মণ বিশ্বাস, মহানগর দক্ষিণ ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি মানিক খান, মোঃ জনি, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম সহ অত্র মাদ্রাসা ও মসজিদ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক সহ শিক্ষকবৃন্দ।
এসময় দো’আ পরিচালনা করেন- জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মুহাম্মদ সাকিবুল ইসলাম কাসেমী। দো’আ মাহফিলের পূর্বে প্রধান অতিথি জনাব আহসান আদেলুর রহমান তার বক্তব্যে বলেন, পল্লীবন্ধু ছিলেন একজন খাঁটি মুসলিম ও দেশমাতৃকার আদর্শ সন্তান। পল্লীবন্ধুর ইসলাম ও দেশের জন্য যে অপরিসীম অবদান রয়েছে তা মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এসময় তিনি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এর জন্যও উপস্থিত সবার কাছে দো’আ কামনা করেন।