নারায়ণগঞ্জ পাগলা রেল ষ্ট্রেশনের সামন বাসদের মানববন্ধন

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ-ঢাকা দীর্ঘ দিন যাবৎ বন্ধ রেল সার্ভিস অবিলম্ব চালুর দাবিত বাংলাদশর সমাজতিক দল-বাসদ কুতুবপুর ইউনিয়ন শাখার উদ্যাগ আজ বিকাল ৫টায় পাগলা রল স্টশনর সামন মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাসদ কুতুবপুর ইউনিয়নর আহায়ক এস এম কাদিরর সভাপতিত্ব মানববন্ধন বক্তব্য রাখন বাসদ নারায়ণগঞ্জ জলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব,গার্মটস শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জলার সভাপতি সলিম মাহমুদ, কুতুবপুর নাগরিক কমিটির যুগ্ম আহায়ক ফনীদ্র চদ্র বাড়, রি-রালিং স্টিল মিলস শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জলার সভাপতি জামাল হাসন, এলাকাবাসী মার্শদ রহমান পলাশ, আয়শা আক্তার।

নতবদ বলন, গত বছরর ৪ ডিসম্বর নারায়ণগঞ্জ-ঢাকা রুটর রল বন্ধ করা হয়। পদ্মা সতু রল সংযাগ প্রকল্পর আওতায় ঢাকা থক গারিয়া অংশ পথক রেললাইন নির্মাণ ও নারায়ণগঞ্জ ঢাকা রুটর রেলপথ উনয়নর কথা বল রল চলাচল বন্ধ করা হয়ছিল। কথা ছিল তিন মাসর মধ্য প্রকল্পর কাজ শষ হল রল চালু হব। কি সাত মাস পার হয় গলও এখনও রেল চালু হয় প্রতিদিন এই রুট ১৬ টি ট্রন ২০ থক ২২ হাজার যাত্রী যাতায়াত কর। এরা মূলত ছাত্র, শ্রমিক ও নি আয়র মানুষ। ট্রেন বন্ধ থাকায় এখন প্রত্যক যাত্রীর মাস কমপক্ষ ২০০০ টাকা বশি দিয় যাতায়াত করত হছ। বর্তমান এই উচ নিত্যপণ্যর দামর সময় এই বাড়তি টাকা দিত মানুষ হিমশিম খাছ। সরকারও এসময় কাটি কাটি টাকা রাজস্ব থক বঞ্চিত হয়ছ। রেল কর্তপক্ষ কয়কবার নাটিশ দিয়ও এখনও ট্রেন চালু করত পারনি। শানা যাছ একটি পক্ষক লাভবান করত ট্রেন বন্ধর সময় বাড়ানা হছ।
নতবদ বলন, নারায়ণগঞ্জ ঢাকা রুট রেলের সবা বদ্ধি,বগী ও রলসংখ্যা বাড়ানার জন্য দীর্ঘদিন ধর বাসদসহ জলার নাগরিক সমাজ আদালন করছ। কি স বিষয় রল কর্তপক্ষর কান কার্যকর উদ্যাগ নই। বরং আমরা দখত পাই ১ নং রলগইট এলাকায় রেলের সম্পদ অদশ্য কারণ কায়মি স্বার্থ লাকজনর হাত মার্কট করার জন্য তুল দিছ। নারায়ণগঞ্জর সচতন নাগরিকদর দাবি ছিল রেলের এ জায়গা জনস্বার্থ ব্যবহার করা হাক। নতবদ অবিলম্ব নারায়ণগঞ্জ ঢাকা রুট রেল সার্ভিস চালুর দাবিত আগামী ১৪ জুলাই ফতুল্লা রেল ষ্ট্রেশন ও ১৭ জুলাই পাগলা রল স্টশন বিক্ষাভ সমাবশ ও মিছিল কর্মসূচি ঘাষণা করন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *