দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ আড়াইহাজারে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।তাদের দাবি আটককৃত ব্যাক্তি মাদক ব্যবসায়ী।শুক্রবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫শ’পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃত ব্যাক্তির নাম মো.মিরাজ মোল্লা (৪০)। সে ঢাকা ডেমরার পশ্চিম বঙ্গ নগর স্বপ্ন ধারা লেন এলাকার মৃত সাহেব আলীর ছেলে।
জানা যায়,শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই (নিঃ) মো.আবু বকর সিদ্দিক নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাট সংলগ্ন বাংলাদেশ পুষ্টি গবেষনা ও প্রশিক্ষন ইনষ্টিটিউট (বারটান) এর গেটের সামনে,পাঁকা রাস্তার উপর থেকে মো.মিরাজ মোল্লা নামে এক ব্যাক্তির পকেট থেকে ৫শ’পিস ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।