দৈনিক তালাশ.কমঃঅদ্য ১৪-০৭-২০২৩ তারিখ ১০.০০ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ নুরে আযম মিয়া,পিপিএম এর নেতৃত্বে ফতুল্লা থানার সকল অফিসার ও ফোর্সদের সমন্বয়ে অত্র থানা ও আশ পাশ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা ও র্যালী আয়জন করা হয়।আজকের প্রতিপ্রাদ্য বিষয় হলো নিজ আঙ্গনে পরিষ্কার করি ডেঙ্গুমুক্ত আবাস গড়ি।