দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তল্লা এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন জুয়ারি গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ফতুল্লা থানাধীন পশ্চিম তল্লা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এজাহার সূত্রে জানা যায়,পশ্চিম তল্লা এলাকায় মডেল গার্মেন্টসের পাশে অবস্থিত রিপনের অটো গ্যারাজ থেকে ১৪ জন জুয়ারিকে আটক করা হয়।
তারা হলেন- ১: রিপন ওরফে নিপা (৪২), ২: মোঃ সুমন (৩০), ৩: মোঃ ইসমাইল (৩৫), ৪: ইব্রাহীম (৩৮), ৫: মোঃ মামুন (৩২), ৬: আমজাদ আলী শেখ (৩৪), ৭: দেলোয়ার (৩৫), ৮: মোঃ মোতালিব (৩৫) ৯: আনোয়ার হোসেন (৪২), ১০: সাইফুল (৪০), ১১: মোঃ পারভেজ (৩৫), ১২: আক্কাস আলী (৪০), ১৩: মোঃ ফারুক (৫০), ১৪: শফি আলম (৫০)
নারায়ণগঞ্জ ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর মোঃ শিবলী কায়েস মীর জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) ও অফিসার ইনচার্জ (ডিবি) স্যারের নির্দেশনায় আমাদের টিমের সদস্যরা গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জুয়ারিকে আটক করি। পরে ফতুল্লা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যার সাধারণ ডায়েরি নং-২৮৮। জুয়ারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।