দৈনিক তালাশ.কমঃ জেলা গোয়েন্দা শাখা (সদর জোন) নারায়ণগঞ্জ কর্তৃক বিশেষ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার ০২ জন আসামী গ্রেফতার সহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার।
গত ১২ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ সিদ্ধিরগঞ্জ থানায় উক্ত হত্যাকান্ডে সংক্রান্তে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং- ১৮, তারিখ- ১২/০৭/২০২৩ খ্রিঃ রুজু হয়। অদ্য ১৩ জুলাই ২০২৩ খ্রিঃ, ফতুল্লা থানাধীন তল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের নাম ১।মোঃ শাহ আলম (৩৫),পিতাঃ মৃত নুর ইসলাম, সাং সাইলোগেট (আনিচ মহাজনের বাড়ির পাশে), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ,এ/পি-তরা চারতলা গলির আমিনের বাড়ির ভাড়াটিয়া),থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ ২।মোঃ ইমরান হোসেন (৩২), পিতা- মৃত রহুল আমিন,সাং বুজুরখোলা (স্বর্ণকার পাড়া), থানা-কচুয়া, জেলা- চাঁদপুর,এ/পি আজিবপুর (বাগানবাড়ি আনিচের বাড়ির ভাড়াটিয়া),থানা- সিদ্ধিরগঞ্জ,জেলা-নারায়নগঞ্জ।