দৈনিক তালাশ.কমঃঅদ্য ইংরেজি ১১-৭-২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে চালাচর চেকপোষ্টে ১৭ঃ৪৫ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক মো: ফজলুল খান সংগীয় এসআই শহীদূর রহমান এএসআই শরিফুল ইসলাম ও ফোর্স সহ আসামী মোছাঃ লাভলী আক্তার(২০), পিতা- মৃত হাছন আলী,মাতা-নিলুফা বেগম,স্বামী- মোহাম্মদ মিরন, সাং বাড়ীখোলা গুচ্ছগ্রাম মাতলা,থানা- কসবা, জেলা-বি-বাড়িয়া;২।মোসাম্মৎ শান্তা আক্তার @ মাহমুদা (২০), পিতা- মোঃ মোতালেব কবিরাজ,স্বামী- রাব্বি, মাতা- রাশিদা,সাং লাল ঊচাদ কবিরাজবাড়ী,থানা-জাজিরা, জেলা- শরীয়তপুর’দেরকে চার কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।এই সংক্রান্ত আড়াইহাজার থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।