দৈনিক তালাশ.কমঃ নারায়নগঞ্জের ফতুল্লা আলীগঞ্জ এলাকায় মাদক সমাজের একটি ব্যধী মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো সবাই একসাথে বল্লেন আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ,মাদক সমাজের একটি ব্যধী বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বিক্রেতা ও সেবনকারী কাউকেই ছার দেয়া হবেনা,সুন্দর সমাজের সার্থে আমাদের কোন আপোষ নাই,এই সুন্দর সমাজ আমাদের উপহার দিবে আগামীর স্মার্ট বাংলাদেশ তার নিজ গ্রাম আলীগঞ্জ অভিযানে আলহাজ্ব কাউসার আহাম্মেদ পলাশ সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।