নারায়ণগঞ্জএ আদমসুমারি খপ্পরে নয় যুবক

দৈনিক তালাশ.কমঃসবিনয় নিবেদন এই যে,আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ নয়ন খান (88). এন.আই.ডি-পিতা-মোঃ শফিউদ্দিন খান,সাং- ১৭৭,ডি.এন রোড,নন্দিপাড়া,থানা ও জেলা- নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া বিবাদী জাহিদ হাসান গুরছেন (৪০), মোবাইলঃ ০১৯২৬০৫৮৫৪৩, ০১৯৮৮১৫০০০২, পিতা- হাকিম, স্থায়ী সাং- কল্যান্সী, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, বর্তমান- পাইকপাড়া ফরাজীকান্দা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, গত প্রায় ৭/৮ মাস পূর্বে নয়ামাটি এলাকায় বিবাদীর সহিত বন্ধুর মাধ্যমে পরিচয় হইলে বিবাদী প্রতিনিয়ত আমার সহিত যোগাযোগ করিতেন। যোগাযোগের একপর্যায় বিবাদী কথার ছলে আমাদের বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখাইয়া ২বৎসরের কন্ট্রাকে সৌদি আরব নিয়া যাওয়ার কথা বলিয়া পাসপোর্ট তৈরী, পাসপোর্ট সংশোধন ও সৌদি আরবে নিয়া যাওয়ার কন্ট্রাক্ট বাবদ আমি সহ সঙ্গীয় ০৯(নয়) জনের নিকট হইতে জানুয়ারী ২০২৩ইং মাসে অত্র থানাধীন নয়ামাটি, ২নং রেল গেইট ও শেখ রাসেল পার্ক এলাকা হইতে ধাপে ধাপে প্রায় ৪,৮০,০০০/-(চার লক্ষ আশি হাজার) টাকা নিয়া যায়। উক্ত টাকা নেওয়ার পর হইতে বিবাদী বিভিন্ন প্রকার টালবাহানা করিয়া বিদেশ নেই নিচ্ছি বলিয়া ঘুরাইতে থাকে ও কালক্ষেপন করতে থাকে। আমি বিভিন্ন সময় বিবাদীর বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করিলে বিবাদী মোবাইল ফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন। বর্তমানে বিবাদীর নিকট উল্লেখিত টাকা সহ আমাদের ১০ (দশ) জনের পাসপোর্টগুলো বিবাদী আটকে রাখে। ইং ০৪/০৭/২০২৩ তারিখ দুপুর অনুমান ০২:৩০ ঘটিকার সময় অত্র থানাধীন নয়ামাটি এলাকায় অবস্থানকালে বিবাদীর উপরোক্ত নাম্বারের ওয়াটস্অ্যাপে যোগাযোগ করিয়া বিবাদী বিভিন্ন মিথ্যা তথ্য প্রদান করিয়া একপর্যায় আমার সহিত খারাপ আচরন করে ও উক্ত বিষয়ে বারাবারি করিলে আমার বড় ধরনের ক্ষতিসাধন করার হুমকি দেয়। উক্ত বিবাদী আমাদের সরলতার সুযোগে প্রতারনামূলক ভাবে সম্পূর্ণ টাকা আত্মসাত করিয়াছে। এমতাবস্থায় কোন উপায়ান্ত না পাইয়া প্রয়োজনীয় আইনগত সহায়তার জন্য বিষয়টি আপনার থানায় লিখিত অভিযোগ দায়ের করিলাম। উক্ত বিষয়ে পরিচিতজনদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া লিখিত অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল ।অতএব,মহোদয় উক্ত বিষয়ে সুষ্ঠু তদন্ত করিয়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সময় মর্জি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *