বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩জনসহ আহত

দৈনিক তালাশ.কমঃনারায়নগঞ্জ বন্দরে গত শুক্রবার    (৬ জুলাই) সকাল ১১টায় পিস্তুল জুম্মান ও তার ভাই সোহেলগং পৈত্রিক সম্পত্তী নিয়ে বিরোধের জের একই এলাকার নিরিহ আমানউল্ল্যাহ মিয়ার বসত বাড়ি দখলের চেষ্টা চালায়।বাড়ি দখল না পেয়ে সন্ত্রাসী পিস্তল জুম্মান ক্ষিপ্ত হয়ে মোটা অংকের টাকা দাবি করে।দাবিকৃত টাকা সঠিক সময়ে না পেলে সে আবারও আমানউল্ল্যাহ মিয়ার বসত বাড়ি দখলে নিবে বলে হুমকি দেয়।

এদিকে বন্দর থানার ২১নং ওয়ার্ডের সালেহনগর এলাকার মৃত ছগির আহম্মদ প্রদানের ছেলে মনির হোসেন র্দীঘ দিন ধরে কল্যান্দি বাসস্ট্যান্ড থেকে জিউধরা মোড় পর্যন্ত ইন্টারনেট ও ডিস ব্যবসা চালিয়ে আসছে।এ সুবাদে কল্যান্দী এলাকার মৃত রাজা মিয়ার ছেলে পিস্তুল জুম্মান ও তার ভাই সোহেল প্রায় সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ইন্টারনেটের তার ও যন্ত্রংশ জোর পূর্বক নিয়ে যায়। আমি আমার জিনিসপত্র চাইলে পিস্তল জম্মান ইন্টারনেটের তার ও যন্ত্রাংশ না দিয়ে উল্টা হুমকি দামকি দেয়।এ ব্যাপারে স্থানীয় এলাকায় বিচার চেয়ে বিচার পাইনি।এর ধারাবাহিকতায় গত ২ জুলাই রাতে প্রকাশ্যে ডিসের মূল্যবান মেশিনপত্র খুলে নিয়ে যায়।এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান,অভিযোগ গুলো তদন্ত করার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।পিস্তুল জুম্মানের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ অভিযোগ গুলো সঠিক ভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বন্দর থানা ও র‌্যাব-১১ জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভ’ক্তভোগীসহ স্থানীয় এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *