বন্দরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট

দৈনিক তালাশ.কমঃ২২:৪৬,৬ জুলাই ২০২৩ বন্দরের হাজীপুর এলাকায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে রতন (৪০) নামে এক চিহ্নিত চোর বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছে। এ ঘটনায় তার মূখমন্ডলসহ শরীরের কিছু অংশ পুড়ে যায়।  পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।বুধবার (৬ জুন) গভীর রাতে হাজীপুর ইষ্টার্নফোর্ড ট্রেনিং সেন্টারের সামনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির এ ঘটনা ঘটে। সে উপজেলার ফরাজিকান্দা এলাকায় থাকে। এ ব্যাপারে হাজীপুর ইষ্টার্নফোর্ড ট্রেনিং সেন্টারের দায়িত্বে থাকা ইমদাদ মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পল্লীবিদ্যুৎ অফিস সুত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত গভীর রাতে ফরাজিকান্দা এলাকার চিহিৃত চোর রতন মিয়াসহ অজ্ঞাত চোরের দল পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে হাজীপুর মহাসড়কের পাশে ইষ্টার্নফোর্ড ট্রেনিং সেন্টারের সামনে পল্লীবিদ্যুৎ এর ঘুটির সামনে যায়। চোর রতন প্রথমে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দগ্ধ হয়ে আহত হয়ে পড়ে যায়।

পরে চিৎকার শুনে ইষ্টার্নফোর্ড ট্রেনিং সেন্টারের লোকজন ছুটে এসে উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়। পরে বিদ্যুৎপৃষ্টে আহত চোর রতনকে এলাকাবাসী বন্দর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে তার স্বজনরা তাকে ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যায়।

বন্দর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম শ. ম মিজানুর রহমান জানান, বুধবার দিবাগত রাত ৩টায় হাজীপুর বিদ্যুতের এক গ্রাহক মোবাইল ফোনে কল করে বিষয়টি জানায়। পরে বিষয়টি তিনি বন্দর থানার ওসিকে জানিয়ে ঘটনাস্থলে পুলিশসহ পল্লী বিদ্যুত অফিসের লোক পাঠান। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *