আবারো চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে সংঘর্ষে ১জন গুলিবিদ্ধ আটক-১৪

দৈনিক তালাশ.কমঃ আবারো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নাল এবং শমসের গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ সময় এক যুবক গুলিবিদ্ধসহ প্রায় দশজন আহত হয়েছে। সোমবার (৩ জুলাই) মধ্য রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ পর দিন মঙ্গলবার সকাল পযর্ন্ত দফায় দফায় চলে ধওয়া-পাল্টা ধাওয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আবির হোসেন জানান, গত দুইদিন ধরে চনপাড়া উত্তপ্ত ছিলো। আধিপত্য বিস্তার নিয়ে মধ্য রাত থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকাল পর্যন্ত চনপাড়া উত্তেজনা ছিল। আমরা সেখানে অভিযান চালিয়ে এ ঘটনায় ১৪ জনকে আটক করেছি। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
তিনি আরও বলেন, আমরা অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি। পাশাপাশি অস্ত্র ব্যবহারকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
জানা গেছে, গুলিবিদ্ধ হওয়া হৃদয় হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *