১১৬ কেজি গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ অদ্য ইং ০৪/০৭/২০২৩ তারিখ নারায়নগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(সদর জোন) কর্তৃক বিশেষ অভিযানে বন্দর থানাধীন জাঙ্গাল সাকিনস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ঢাকা গামী লেনে মেসার্স শাহজালাল মটরস ওয়ার্কশপ এর সামনের গাড়ির পার্কিং এর স্থান হইতে ১১৬(একশত ষোল) কেজি গাঁজা ও একটি টাটা কার্গো ভ্যান জব্দ সহ ০২(দুই) জন আসামী গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলা রয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানাঃ১ নিজাম উদ্দিন (৩৩) পিতা: মৃত. হারিছ উদ্দিন, মাতা-মোহর বানু,সাং চান্দুর(খলিফা পাড়া),থানা-সেনবাগ,জেলা-নোয়াখালী;২।কামাল(৩৪)পিতা: রুহুল আমিন,সাং তোরাবগঞ্জ ২ নং ওয়ার্ড, থানা-কমলনগর,জেলা-লক্ষীপুর।জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *