সোনারগাঁয়ের সাদিপুরে ২ বয়স্ক নারীকে পিটিয়ে হত্যার চেষ্টা থানায় অভিযোগ 

দৈনিক তালাশ.কমঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁওয়ের সাদিপুরে জোরপূর্বক বাড়ীতে প্রবেশ করে হামলার ঘটনা ঘটেছে।

পহেলা জুলাই শনিবার সন্ধ্যায় সাদিপুর এলাকার আব্দুল হকের বাড়িতে হামলা চালিয়ে দুই নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম,বাড়ী ঘর ভাংচুর,টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে একই এলাকার ফজলুল হক তার ছেলে সহ সন্ত্রাসী বাহিনী।
এই নেক্কার জনক ঘটনায় আহত খাদিজা বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী ১। মোঃ ফজলুল হক (৫৬), পিতা- মৃতঃ তমিজ উদ্দিন মুন্সী, ২। মোঃ আশরাফুল
হক বাবু (২৮), পিতা- মোঃ ফজলুল হক, ৩। মোসাঃ আয়েশা বেগম (৫০), স্বামী- মোঃ ফজলুল হক গংদের সাথে তাদের
জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়া পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছিল। যাহার কারণে বিবাদীরা কারণে
অকারণে আমাদের প্রায়শই বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকী ধামকী প্রদান করিয়া আসিতেছিল। এরই
ধারাবাহিকতায় ইং ০১/০৭/২০২৩ তারিখ সন্ধ্যা অনুমান ০৭:০০ ঘটিকার সময় আমাদের বাড়ীতে কোন
পুরুষ মানুষ না থাকার সুযোগে উপরোক্ত বিবাদীরা সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী তাহাদের হাতে
ধারালো দা, চাপাতি, ছোরা, লোহার রড সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে আমার
বসত বাড়ীতে অনাধিকার প্রবেশ করিয়া আমাদের বসত ঘরের দরজা জানালা পিটাইয়া ভাংচুর করিয়া
অনুমান ৩০/৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং বিবাদীরা আমাদের অকথ্য ভাষায় গালাগালি করিতে
থাকে। তখন আমি সহ আমার মেয়ে ফরিদা ইয়াসমিন (৩৯) ঘর হইতে বাহির হইয়া বিবাদীদের মৌখিক
ভাবে প্রতিবাদ করিলে উপরোক্ত ১নং বিবাদীর হুকুমে সকল বিবাদীরা আমাদের এলোপাথাড়ী ভাবে মারধর
করিয়া আমাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।

২নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড
দিয়া হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করিয়া বাড়ি মাড়িলে উক্ত বাড়িটি আমার বাম হাতের কনুইয়ের
উপর লাগিয়া গুরুতর হাড় ভাঙ্গা জখম হয়।

১নং বিবাদী তাহার থাকে কাঠের ডাসা দিয়া হত্যার উদ্দেশ্যে
আমার মেয়ের মাথায় বাড়ি মাড়িলে উক্ত বাড়িটি আমার মেয়ের বাম হাতের কব্জির উপর লাগিয়া গুরুতর হাড়
ভাঙ্গা জখম হয়।

৩নং বিবাদী আমার মেয়ের গলায় থাকা এক ভরি ওজনের স্বর্নের চেইন, যাহার মূল্য
অনুমান ৯০,০০০- টাকা নিয়া যায়। এরপর বিবাদীরা আমার বসত ঘরে প্রবেশ করিয়া ঘরের আলমারীতে
রক্ষিত নগদ ৫০,০০০- টাকা নিয়া যায়। তখন আমাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া
আসিলে বিবাদীরা আমাদের খুন জখমের হুমকী প্রদান করিয়া চলিয়া যায়। পরে উপস্থিত লোকজন আমাদের
আহত অবস্থায় উদ্ধার করিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যায়।

এদিকে আহত খাদিজা বেগম আরও বলেন, এ ঘটনায় থানায় কোন অভিযোগ করলে খাদিজা বেগম ও তার পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বিবাদী ফজলুল হক ও তার পরিবার।বর্তমানে আহত খাদিজা বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কিত অবস্থায় আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *