দৈনিক তালাশ ডটকম :মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদক সম্রাজ্ঞী পারুলির জমজমাট মাদকব্যবসা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে পারুলি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে হিরোইন,গাঁজা,ইয়াবার,বাণিজ্য ধরাছোঁয়ার বাইরে পারুলি ও তার সহযোগী কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে হিরোইন ও গাঁজার ওপেন স্পট মাদক সম্রাজ্ঞী পারুলির,মাদক ব্যবসার সেল্টার দাতা (রাজিব)ও তার ছোটো ভাই চিহ্নিত ছিনতাই কারি হত্যা মামলার আসামি (রাকিব) মাদক ব্যবসায়ী চিহ্নিত ছিনতাই কারী( চশমা সাব্বির)কিশোরগ্যাং লিডার (পারভেজ) দের মতো সন্ত্রাসীরা।