দৈনিক তালাশ.কমঃ ফতুল্লা থানার ১৩ নং ওয়ার্ডের মাসদাইর বাজার সংলগ্ন বেগম রোকেয়া স্কুলের উল্টোপাসে গ্যারেজ গুলিতে ও রাস্তায় শীর্ষ মাদক ব্যবসায়ী,পোড়া কাকনের,জমজমাট হিরোন ও ইয়াবার বাণিজ্য,প্রশাসনের নীরব ভূমিকা।
এলাকায় খবর নিয়ে জানাজায় একাধিক মামলার আসামি পোড়া কাকন,আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করে চালিয়ে যাচ্ছে হিরোইন ও ইয়াবার জমজমাট মাদক ব্যবসা ধরা ছোঁয়ার বাইরে,পোড়া কাকন ও তার সহযোগীরা।