নিখোঁজ সংবাদ,ফরিদপুরের সদরপুর থেকে আবির নামে একটি শিশু হারিয়ে গেছে।

দৈনিক তালাশ.কমঃনিখোঁজ আবির (১১) সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের তালতলা নামক এলাকার (কাতার প্রবাসী) সেলিম মোল্যা পুত্র।

আবিরের দাদার নাম: আলী মোল্যা।

জানা গেছে, গত মঙ্গলবার (২৯ আগষ্ট) থেকে আবিরের কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা।

এদিকে আবিরের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারসহ পুরো এলাকায় সকলের মাঝে স্থবিরতা বিরাজ করছে।

যদি কেউ আবিরের সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
মোবাইল নাম্বার: 01720135737
মোবা:- 01712-450856

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *