দৈনিক তালাশ.কমঃএনায়েত নগর ইউনিয়নের ফতুল্লা থানার মাসদাইরের মাদক ব্যবসা সহ নানা অপকর্ম ডিস্ট্রিকবাস কাউন্টারের নামে চলছে,ইয়াবা,ফেনসি ডিল গাঁজা,হিরোইন,জুয়া,এসবের মূল হোতা ফরমা রোমু ও তার ছেলে মাদকসম্রাট ফরহাদের নানান অপকর্মের অভিযোগ রয়েছে মাসদাইর বারোয়বোগ সংলগ্ন ফারিয়া গার্মেন্টস পর্যন্ত মাদকসম্রাট,ফরমা রোমু,ফরহাদ,হোটেল মাসুদের,জম জমাট মাদক ব্যবসা বিভিন্ন কৌশলে বিক্রি করে যাচ্ছে মাদকদ্রব্য এলাকায় ডিস্ট্রিক্ট বাসের কাউন্টার সামনে চলছে এ-ই মাদক ব্যবসা জুয়া,গাঁজা হিরোন ফেনসিরডিল ব্যবসা এলাকায় খবর নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে বাসের কাউন্টার এ-র অন্তরালে চলছে ফরমা রোমু ও ফরহাদ,হোটেল মাসুদের মতো সন্ত্রাসী দের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী বিগত আমলে তাদের নামে ফতুল্লা থানায় রয়েছে বেশ কয়েকটি মামলা,ফরহাদ পিতা রোমু,হোটেল মাসুদ পিতা মুসলিম।সন্ত্রাসীদের সাথে আতাত করে মাসুদ এ-ই অপকর্ম চালিয়ে যাচ্ছে তাই নারায়ণগঞ্জ জেলা এসপি ও ফতুল্লা থানার ওসি সাহেবের কাছে এলাকাবাসীর দাবি যাতে করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাং এ-র অত্যাচার সহ নানা আভিযোগ এলাকাবাসীর।