১০০০ পিছ ইয়াবা সহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডিবি 

দৈনিক তালাশ.কমঃ ১০০০ পিছ ইয়াবা সহ এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গত ইং ১৯/০৬/২০২৩ তারিখ সোনারগাঁও জোন,ডিবি,নারায়ণগঞ্জ এর অভিযানে এসআই পলাশ কান্তি রায় সঙ্গীয় এস আই আরিফ শেখ, এসআই/আসাদুজ্জামান তালুকদার,কং/৪৮১ মাহাবুবুল আলম, কং/১৩৪৮ মোঃ শামীম প্রধান,কং/৪৯৬ রানা বাবু সহ ১০০০ পিছ ইয়াবা সহ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মধ্যসস্তাপুর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সাকিনস্থ ভাই ভাই ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি ১।মোঃ নয়ন (৩৩),পিতাঃ-মৃত মিমার উদ্দিন মাতা- ময়না বেগম,সাং- হামিদপুর ইউপি-ফতেপুর, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার, এ/পি সাং-সস্তাপুর গাবতলার মোড়, সোহাগ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে নারায়নগঞ্জ ফতুল্লা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জেলা পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *