বন্দরে পরকিয়ার টানে ১২ বছরের সন্তান রেখে প্রেমিকের হাত ধরে পলায়ন

দৈনিক তালাশ.কমঃ বিশেষ প্রতিনিধি: বন্দরে পরকিয়ার যেড়ে ১২ বছরের সন্তান কে রেখে,, প্রাক্তন প্রেমিকের হাত ধরে পালিয়েছেন মুক্তি বেগম নামে ঐ লোভী নারী।

খোজ নিয়ে জানা যায় – গত ২ বছর আগে পূর্ব হাজীপুর আলী আহম্মদ এর স্ত্রী মুক্তা বেগম চাকরী করার জন্য বিদেশ পাড়ি ঝমায়, বিদেশ থাকা কালীন সময়ে পূর্ব হাজীপুর আঃ হক চৌকিদারের ছেলে সামাদ এর সাথে মোবাইল এর মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তারই সুবাদে বিগত কয়েক মাস পূর্বে মুক্তা বেগম দেশে আসার খরব পায় প্রেমিক সামাদ আলী, তার ধারাবাহিকতায় ঐ প্রাত্তন প্রেমিক গত ৫ ই নভেম্বর আনুমানিক সকাল ১১ টায় সময় মুক্তার বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মুক্তাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। ঐদিন মুক্তার স্বামী সন্ধ্যে ৭টায় সময় কাজে হতে বাড়িতে ফিরে তার ছেলে আনাস কাছে জানতে পায় তার মা পালিয়েছে।

যাওয়ার সময় স্বামী আলী আহম্মদ এর দুই শতাংশ জায়গা বিক্রির রক্ষিত ৬ লক্ষ টাকা এবং এক ভরি স্বর্ণের চেইন যাহার আনুমানিক মুল্য ১,২০,০০০টাকা সাথে করে নিয়ে পালিয়ে যায়।পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় এসে ভুক্তভোগী আলী আহমদ তার তার স্ত্রী ও সামাদের নামে বন্দর থানা একটি অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয় এই যুগোল প্রেমিক প্রেমিকার যদি কোন সন্ধান পান। তাহলে আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছেন ঐ ভুক্তভোগীর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *