নওগাঁ মাল্টিপারপাস্ কো অপা সোসাইটি লিঃ মানবতার স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ:নওগাঁ মাল্টিপারপাস কো-অপ: সোসাইটি‌ লিঃ মানবতার স্বাস্থ্যসেবা আজকের পাঁচটি ভালোকাজ ৩০/০১/২০২৪ মঙ্গলবার ১. স্বাস্থ্যসেবা কর্মসূচী- সোসাইটির গ্রাম সমিতি পর্যায়ে ১০৭জন সদস্যকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

২. সোসাইটির গ্রাম সমিতি পর্যায়ে সদস্যর মেয়ের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
৩. সোসাইটির গ্রাম সমিতি পর্যায়ে সদস্যর স্বামীর পায়ের ঘাঁ চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।
৪. নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের ৭টি রোড বাল্ব মেরামত ও ব্লিসিং পাউডার স্প্রে করা হয়েছে।
৫. নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের পিরোজপুর গ্রামের একজন অসহায় মহিলাকে চিকিৎসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে।
যে একটি ভালোকাজ করবে, সৃষ্টিকর্তা তাকে ১০গুন ফিরিয়ে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *