কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন.শান্ত প্রধান সভাপতি.তোফায়েল সম্পাদক

দৈনিক তালাশ.কমঃসালমা আক্তার কুমিল্লা দাউদ কান্দি প্রতিনিধিঃ কিশোরগেং ও মাদক মুক্ত সমাজ এবং তরুণদের বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত রাখতে অনন্য ভূমিকায়

দাউদকান্দি উপজেলার জনপ্রিয় ক্রীড়া সংগঠন “কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাব”। গ্রামের তরুণ, শিশু-কিশোর, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সমন্বয়ে স্পোটিং ক্লাবের ২০২৩-২০২৫ সালের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

দাউদকান্দি ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম (টাইগার), ক্লাবের প্রধান উপদেষ্টা নূর আলম ভূঁইয়া ও প্রতিষ্ঠাতা শরীফ প্রধান এ কমিটির অনুমোদন করেন। ৪২ সদস্য বিশিষ্ট এই কমিটিতে শান্ত প্রধান সভাপতি, তোফায়েল মজুমদার সাধারণ সম্পাদক ও ইমরান ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন মো: শাহপরাণ, মো: নোমান আহমদ সহসভাপতি, ফরাদ ভূঁইয়া, সোহান আখন্দ সহ-সাধারণ সম্পাদক, শাহিন প্রধান সহ-সাংগঠনিক সম্পাদক, তালহা প্রধান কোষাধ্যক্ষ, সৌরভ খান দপ্তর সম্পাদক, সাব্বির আখন্দ ধর্ম বিষয়ক সম্পাদক, আনিছ তথ্য ও প্রচারণা সম্পাদক।

কার্যকারী সদস্যরা হলেন, শাওন আখন্দ, আবু-সাঈদ, রায়হান, ফাহিদ, রনি, আলিফ, হৃদয়, তানভির, নাহিদ, ফয়েজ, জিসান। সদস্যরা হলেন, রাজিব, সাফিন, রাজিব, ফরহাদ, নাঈম, ডালিম, নাঈম, সাইফুল, রাসেল, ইমরান, সোহাগ, রাব্বি প্রধান, রনি, রিপন, রাব্বি, মারুফ, নাছিম ও রাব্বি প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *