দৈনিক তালাশ.কমঃ প্রথম অ্যাক্সিডেন্টে দেখতে পারলাম কলাবাগান আর চান্দনী মধ্যে খানে,সেখানে ভ্যান গাড়ি এবং অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ। এতে করে এক পথচারী শিশু বয়স আনুমানিক ৫ জন গুরুতর আহত হয় এবং স্থানীয় লোকজন এসে বাচ্চাটিকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
অন্য একটি ঘটনা, যে ঘটনার জন্য দায়ী খেয়ালিপনা অসাবধাণতা আনাখন্ড বেলি ব্রিজ থেকে ঢালে তিন রাস্তার মোচড়ে বোরখা পেঁচিয়ে ১৪ বছরের এক কিশোরী রিক্সা থেকে লুটিয়ে নিচে পড়ে স্থানীয় লোকজনের সাহায্যে তাকে শরীয়তপুর হাসপাতালে পাঠানো হয়।
সবাইকে অনুরোধ করবো রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু খেয়াল করে চলাফেরা করবেন ঢাকা শহরের মতো দেশ গ্রামে এখন গাড়ি যানজট অনেক বেশি সেকেন্ডের ভিতর ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা।