দৈনিক তালাশ.কমঃ পুলিশ সুপার,নাটোর মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় নাটোর জেলা পুলিশের ডিবির একটি আভিযানিক দল অদ্য ০৮-০৮-২০২৩ খ্রিষ্টাব্দ ২০:০০ ঘটিকায় সিংড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১। বিদ্যুৎ কুজোর (২২),পিতা-কিরত কুজোর,সাং-রাতাল (খাসপাড়া), থানা-সিংড়া, জেলা-নাটোরকে গ্রেফতার করে। এসময় তার সহযোগী দুইজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৬৭৫ (ছয়শত পঁচাত্তর) লিটার চোলাইমদ এবং চোলাইমদ সংরক্ষণের জন্য ব্যবহৃত ক। বড় সাইজের ড্রাম-৬টি,খ। প্লাস্টিকের জারকিন-১টি,গ। সিলভারের পাতিল-৫টি,ঘ। প্লাস্টিকের বালতি-৩টি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে সিংড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি, নাটোর অদ্য ০৩-০৮-২০২৩ খ্রিষ্টাব্দ সময় ১৮:৩০ ঘটিকায় নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ লুৎফর রহমান (৪৬), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-সাধুপাড়া, থানা-গুরুদাসপুর, জেলা-নাটোরকে ২০ কেজি শুকনো গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।