দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ শহরের জীমখানা এলাকার চিন্তিত মাদক ব্যবসায়ি পারভীন দৃর্ঘ্যদিন জাবত মাদকের বানিজ্য করে আসছেন সাম্প্রতিক সময়ে তারা তাদের ব্যবসা পরিচালনা করছেন অঞ্জন নামক এক ব্যক্তির মাধ্যমে সূত্র অনুসারে জানা যায় কিছুদিন আগে পারভীনের স্বামীকে এক হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবির একটি চৌকশ দল সেই সময় থেকে পারভীন তার মাদকের ব্যবসা পরিচালিত করতে অঞ্জনের থেকে মাদক ইয়াবা ও গাজা সংগ্রহ করে আসছেন অঞ্জনের সঙ্গে তাদের পরিচয় বেশ পুরানোই উল্লেখ যে পারভীনের স্বামী চট্টগ্রামের কক্সবাজারের স্থানীয় মাদক কারবারি বেশ কয়েক বার ইয়াবা টেবলেট নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনাকালে গ্রেফতার ও হয় তারা আরো জানা যায় স্বামী সুজন এক হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার এর তিন দিন আগে জেলা গোয়েন্দা সংস্থা ডিবির সদস্য রা পারভীন কে তার নিজ বাসা থেকে ৪৩ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে তার সঙ্গে নিরীহ একজন ইলেকট্রনিক মিস্তি আলআমিন যে কিনা তার বাসার ইলেকট্রনিক সমস্যা ঠিক করতে আসেন তাকেও গ্রেফতার হতে হয় ডিবির কাছে পর্বতিতে রাতে এই অঞ্জন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে পারভীন কে ডিবি থেকে নিয়ে আসে বলে সুত্র মোতাবেক জানা গেছে কিন্তুূ সেই আলআমিন ইলেকট্রনিক মিস্তি বিশ হাজার টাকা দিয়ে ও পারভীনের পর্বতিতে দুইশগ্রাম গাজা দিয়ে চালান দেখায় এবং নয় দিন জেল খেটে বের হয়ে আসেন ইলেকট্রনিক মিস্তি আলআমিন । নারী লোভী বদমাইশ স্বভাবের কুপুরুষ কৌশলে স্বামি নাই বলে পারভীনের ঘরে আটি বেদে নিজের যাবতীয় অপর্কমের কাজ করা শুরু করেছে। মাদক ইয়াবা টেবলেট, গাজা ও বর্তমানে নারীদের দিয়ে যৌনকাজ করান নাম প্রকাশে অনিচ্ছুক এক জন বলেন আগে তো পারভীনের ঘরে শুধু মাত্র নেশা বিক্রি হতো কিন্তুূ এখন তো ওদের যন্তনায় আমরা এখানে ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারছিনা দিনে কিছুটা চুপচাপ করেই করেন তাদের কাজ কিন্তূ রাত হলেই তাদের ঘরের পিছনের দিকে থাকা দরজা দিয়ে প্রবেশ করে নানা ধরনের নারী পুরুষ ও মাদক কারবারি রা যা দেখে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে গুলো অপসংস্কৃতি ওঅপরাদ মুলুক নিতি হতে পারে তাই আমরা চাই এই নারী ব্যবসায়ি মাদকের ডিলার অঞ্জন কে ও পারভীনকে অনতিবিলম্বে গ্রেফতার করে সারা নারায়ণগঞ্জে থাকা তাদের মাদক চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার করার এতে যেমন সমাজ থেকে কিছু ময়লা আবর্জনার স্তূপ ধংশ হবে এতে করে হাজারো মায়ের সন্তানের জীবন রক্ষা পাবে এই মরন নেশার কবল থেকে।